লোকে কি বলবে? এই ভাবনাটি বাদ দিতে পারলে তবেই সফলতা আপনার ।
যেকোনো কাজই করতে যান না কেন সমালোচনা হবেই! লোকজন সমালোচনা করবেই। আশেপাশের মানুষজন যদি আপনার কাজের সমালোচনা না করে তবে বুঝে নিবেন কাজটা আপনি সঠিক ভাবে করছেন না। মানুষ জনের কথা অনেক সময় গলার কাঁটার মতো লাগে। অনেকেই এই পর্যায়ে এসে পিছপা হয়ে যান। কিন্তু না, এটাই সঠিক সময় কাজে এগিয়ে যাওয়ার। আপনাকে কাজের মাধ্যমেই মানুষকে দেখিয়ে দিতে হবে যে আপনি ভুল কিছু করছেন না।
জীবনটা খুবই ছোট, এই ছোট জীবন নিজেকে এবং নিজের পরিবারকে নিয়ে কাটানোটা হবে বুদ্ধিমানের কাজ। মানুষ তো কথা বলবে। মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবনটাকে এগিয়ে নিয়ে যান, সাফল্য আসবেই।
DECEMBER 7, 2018
0 comments:
Post a Comment