আমরা কেন ব্যর্থ হই, কারণ আমরা নিজেদের জন্য লড়াই করতে ভয় পাই । সম্ভবত সাফল্য লাভের জন্য ব্যর্থ হওয়া খুব কঠিন একটা বিষয়, যা যে কারো সাথে ঘটতে পারে। যখন আমরা ব্যর্থ হই, তখন আবার চেষ্টা করার আগ্রহ হারিয়ে ফেলি, অথবা আমাদের স্বপ্ন ও প্রতিভার জন্য কঠোর প্ররিশ্রম করতে প্রেরনার অভাববোধ করি । যখন অন্যরা আমাদের ব্যর্থ বলে, তখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে তাদের কথা-ই বিশ্বাস করি এবং আমরা আমাদের স্বপ্নের বড় ক্যানভাস থেকে একটু একটু করে নিজেকে গুটিয়ে নেই । মনে রাখতে হবে সাফল্য এবং ব্যর্থতা উভয়ই জীবনের অংশ তবে কোনটাই স্থায়ী নয়।
তবে আমরা কিন্তু অলস, আমরা সফলতার জন্য যতেষ্ট পরিশ্রম না করেই সফলতা অর্জন করতে চাই এবং আমরা যখন তা অর্জন করতে পারিনা তখন হাল ছেড়ে দেই আর সারাজীবন এই বলে কাঁটাই যে আমি সম্পূর্ণ ব্যর্থ একজন মানুষ।
কোন ক্ষেত্রে ব্যর্থ হওয়া ছাড়া জীবন অসম্ভব,, যদি আপনি খুব সাবধানে জীবন যাপন না করে থাকেন বা কখনো চেষ্টাই না করে থাকেন, সে ক্ষেত্রে আপনি নিজের দোষেই ব্যর্থ।
জ্যাকমা, স্টিভ জবস, বিল গেটস, ওয়াল্ট ডিজনি ও স্টিফেন হকিং পৃথিবীর সবচেয়ে সফল মানুষের তালিকায় আছেন, কিন্তু তারা সবাই তাদের প্রথম জীবনে খুব বাজে ভাবে ব্যর্থ হয়েছিলেন । এই সকল অনুপ্রেরনায় দুইটি জিনিস লক্ষ করা যায়, তারা কখনো থেমে থাকেনি বা সফল না হওয়া পর্যন্ত তারা বার বার চেষ্টা করে গেছেন ।
কলোনেল স্যান্ডাস এর রেসিপি ১০০৯ বার রিজেক্ট হওয়ার পরের তিনি থেমে থাকেননি, তিনি বার বার চেষ্টা করেছেন এবং ৬০ বছর বয়সে তার প্রতিষ্ঠিত KFC আজ বিশ্ব খ্যাত।
December 7, 2018
0 comments:
Post a Comment